সময়টা যেন মোজাম্বিকের বিপক্ষেই দাঁড়িয়ে ছিল। বছরের পর বছর, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট পেরিয়ে গেলেও জয়ের গল্প লেখা হচ্ছিল না তাদের জন্য। অবশেষে সেই দীর্ঘ নীরবতাই ভাঙল আফ্রিকান নেশন্স কাপে । ৪০ বছর পরে আফ্রিকান নেশন্স কাপ এ জয় পেলো মোজাম্বিক ।
রোববার রাতে গ্রুপ পর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে হারিয়ে বড় এক স্বস্তির নিশ্বাস ফেলেছে মোজাম্বিক। ম্যাচজুড়ে আক্রমণাত্মক খেলায় ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়েগো ক্যারিলার গোলে আসে কাঙ্ক্ষিত জয়। গ্যাবনের হয়ে স্কোরশিটে নাম লেখান পিয়েরে এমেরিক আবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা।
এই ফলাফলে ‘জি’ গ্রুপে সমীকরণ জটিল হয়ে উঠেছে। টানা দুই হারে কোনো পয়েন্ট না থাকায় গ্যাবন এখন বিদায়ের খুব কাছাকাছি। বিপরীতে তিন পয়েন্ট নিয়ে মোজাম্বিক উঠে এসেছে তৃতীয় স্থানে। সমান চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আইভরি কোস্ট, তাদের ঠিক পেছনেই ক্যামেরুন।
রাতের অন্য ম্যাচগুলোতেও উত্তেজনার কমতি ছিল না। তিউনিশিয়াকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নেয় নাইজেরিয়া, আর ইকুয়াটোরিয়াল গিনিকে এক গোলের ব্যবধানে হারায় সুদান।
অনেকদিন পর ফলাফলের বোর্ডে মোজাম্বিকের পাশে লেখা হলো জয়, আর সেটাই যেন বদলে দিল পুরো গল্পের সুর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















