আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে, এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এখন পর্যন্ত বড় কোন ট্রফি নেই বাংলাদেশের। এশিয়া কাপে কয়েকবার আশা জাগিয়েও শিরোপা জিততে পারেনি। আর ট্রফির জন্য ভাগ্যের সহায়তা লাগে বলে জানালেন মাহমুদউল্লাহ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জিততে সব কিছু দিয়ে চেষ্টার কথাও বললেন অভিজ্ঞ অলরাউন্ডার। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন,‘সুযোগ তো সবসময়ই থাকে। চেষ্টায় আমাদের কোনো কমতি থাকে না। ট্রফি জিনিসটা আমার মনে হয়, অবশ্যই এটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা হয়তো কয়েকটা বড় টুর্নামেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি। আরেকটি সুযোগ আসছে। আমাদের সমর্থন করুন। আমাদের যা সম্ভব সব কিছু করব।’
বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। মাহমুদউল্লাহর বিশ্বাস, ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে বাংলাদেশ ভালো কিছু করবে। তিনি বলেন,!টি-টোয়েন্টি ক্রিকেটে বলা কঠিন! যে কোনো দিনে এটা যে কোনো দলের খেলা হতে পারে। আমাদের যে প্রস্তুতি আছে, আমরা ভালো করছি। আমরা শুরুটা কেমন করি তার ওপর নির্ভর করবে। শুরুটা ভালো করলে আমরা অনেক দূর যাব।’