বিশ্বকাপে ফর্মে ফিরতে বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড প্রেইরিতে দলের অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সঙ্গে পরিকল্পনা সেরে নেন বিসিবির কর্তারা।
এরপর সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান,দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। এ সময় অফ ফর্মে থাকা লিটন দাসের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাচক। দলের ব্যর্থতা নিয়ে তিনি বলেন,‘যে খেলার জন্য লিটন বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে সেই নামের সঙ্গে সে (লিটন) এখনো সেই পর্যায়ে আসতে পারেনি। অবশ্যই খেলার মাধ্যমেই হয়ত তিনি ফেরত আসবেন।,
দলকে উজ্জীবিত করার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘দলকে কিভাবে চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায় আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা রিকভার করব।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘তাদের হয়ত আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।’