কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করা এবং দলের সমন্বয় ঝালিয়ে নেয়া। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামিতে খেলাকালীন সময়ে চোট নিয়ে বেশ ভুগেছেন মেসি। তবে অনুশীলন ক্যাম্প শুরুর সময় স্কালোনি বলেছেন যে, কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাবে আর্জেন্টিনা।
এই ম্যাচ দিয়ে বেঞ্চের শক্তিও পরীক্ষা করে নিবেন এই আর্জেন্টাইন কোচ। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই ব্যাপারে মেসিভক্তদের সুখবর দিয়েছেন স্কালোনি। তিনি এনিয়ে বলেন, ‘মেসিকে ইকুয়েডরের বিপক্ষে মাঠে দেখা যাবে। ‘ তবে আর্জেন্টাইন এই মহাতারকা পুরো সময় খেলবেন নাকি অল্প কিছুক্ষণ, এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।