ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে সুপার এইটে ওঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতলে বাংলাদেশের সুপার এইট অনেকটাই নিশ্চিত। অবশ্য বাংলাদেশের এই কাজটা সহজ করে দিয়েছে বৃষ্টি। গ্রুপ ‘বি’র নেপাল-শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সুপার এইটে ওঠার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। একই গ্রুপ থেকে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ-
মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।