মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম সফল পেস অ্যাটাক বাংলাদেশের। ৪ ম্যাচে ৯.৯৫ গড়ে ২৩টি উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসাররা, ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৪.৮৭ রান।
তবে বাংলাদেশের এই পেস আক্রমণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাবে না আশা করেন দলটির অধিনায়ক মিচেল মার্শ। যদিও তিনি জানিয়েছেন এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তাঁরা।
বাংলাদেশের পেসারদের নিয়ে মার্শ বলেন, ‘তাদের অভিজ্ঞতা আছে অনেক, কয়েকজন তরুণ আছে, আর তারা ভালো একটি দল। সুপার এইটে আসার তো কারণ আছে। এর ফলে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ বাংলাদেশ পেসাররা অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে চ্যালেঞ্জ জানাবেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্শ হাসতে হাসতে বলেন, ‘আশা করি, না।’