অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ম্যাচে যথারীতি বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যর্থতা। অবশ্য রানে ফেরা অধিনায়ক শান্তর ব্যাটে এসেছে ইনিংস সর্বোচ্চ ৪১ রান। সাথে তৌহিদ হৃদয়ের ৪০ রানের সুবাদে অজিদের বিপক্ষে ৮ উইকেটে ১৪০ রান পায় বাংলাদেশ দল। ম্যাচে ১৮ ওভারের শেষ দুই বল ও ২০তম ওভারের প্রথম বলে মিলিয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মিচেল স্টার্কের পেসের সমনে পড়েন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম দুই বল ঠেকাতে পারলেও তৃতীয় বলে ফিরেছেন বোল্ড হয়ে।
দ্বিতীয় উইকেটে এবারের আসরে প্রথমবারের মতো লম্বা সময় ধরে ব্যাটিংয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাসের সঙ্গী হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেললেন এবারের বিশ্বকাপে তার সর্বোচ্চ ইনিংস। শুধু তাই নয়, আজকের ৪১ রান শান্তর সর্বশেষ ১৩ ইনিংসেই সর্বোচ্চ রান। দলীয় ৫৮ রানে লিটন ফেরার সময় তার নামের পাশে ছিলো ২৫ বলে ১৬ রান।
লিটন দাস আউট হলে রানের গতি বাড়াতে রিশাদ হোসেনকে আগে ব্যাটিংয়ে পাঠালেও ব্যর্থ হন এবারের বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। ম্যাক্সওয়েলের ওভারে চার বলে দুই রান করে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েন রিশাদ। অল্প রানের ব্যাবধানে ফেরেন ৩৬ বলে ৪১ রান করা অধিনায়ক শান্ত।
১৩তম ওভারের শেষ বলে শান্ত আউট হওয়ার সময় বাংলাদেশ দলের রান ছিলো ৪ উইকেটে ৮৪। এরপর দলকে টেনে নিয়ে যান তাওহীদ হৃদয়। শান্তর লড়াকু ব্যাটিংয়ের সময় অন্যপ্রান্তে কোন ব্যাটারই তাকে যোগ্য সাহচর্য দিতে পারেননি। এমনকি সাকিব আল হাসান ৮ করে আউট হয়েছেন।
আর প্যাট কামিন্সতো ঝড় তুলে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ওপর। ১৮তম ওভারের (নিজের তৃতীয়) শেষ দুই বলে মাহমুদুল্লাহ (২) মেহেদী হাসান (০) কে আউট করেন। এরপর বিশতম ওভারের প্রথম বলে আউট করেন তাওহীদ হৃদয়কে। পরের পাঁচ বলে ৭ রান সংগ্রহ করে দলীয় স্কোরকে ১৪০ এ নিয়ে যান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।