গায়ানার প্রভিডেন্ট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৭২ রানের টার্গে দিয়েছে ভারত। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন ভারতীয় ওপেনার ভিরাট কোহলি। যথারীতি ভারতীয় দলের ব্যাটিংটা টেনে নিয়ে গেছেন রোহিত শর্ম, সূর্যকুমার যাদব ও হার্ডিক পান্ডিয়ারা। ভারতের দারুণ শুরুর পর টার্গেটটা সাধ্যের মধ্যে রেখেছেন ইংলিশ বোলাররা। তিন উইকেট তুলে নেতৃত্ব দিয়েছেন ক্রিস জর্ডান।
ভারতের পক্ষে রোহিত শর্মা ৫৭, ভিরাট কোহলি ৯, রিশভ পন্থ ৪, সূর্যকুমার যাদব ৪৭, হার্ডিক পান্ডিয়া ২৩, রবীনদ্র জাদেজা অপরাজিত ১৭, শিভাম দুমে ০, অক্সার প্যাটেল ১০ ও আর্শদ্বীপ সিং অপরাজিত ১ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে তিন ওভারে ৩৭ রান দিয়ে ক্রিস জর্ডান তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রিস টপলে, জোফরা আর্চার, স্যাম কারান, ও আদিল রশীদ।