রোমাঞ্চকর ম্যাচে শেষ দিকে আত্মঘাতী গোল করে ইউরোর শেষ ষোলো থেকে বিদায় নিল বেলজিয়াম। হাইভোল্টেজ এই ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। তবে শেষ দিকে ভাগ্যের ছোঁয়ায় জয় পেয়েছে ফ্রান্স।
ডুসেলডর্ফে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে দুবারের ইউরো জয়ীরা। এ দিন আত্মঘাতী গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন। অবিশ্বাস্য হলেও সত্যি। জিতেই খশি নন এমবাপে।
কারণ চার ম্যাচে ফরাসিরা নিজেরা গোল করতে পেরেছে মাত্র একটি। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। আর প্রতিপক্ষের আত্মঘাতী গোল পেয়েছে তারা দুটি। বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের জয়ের ধারা অব্যাহত রইল, পাঁচ ম্যাচের সবগুলোই জিতল তারা।