অসাধারণ ক্রিকেট খেলে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার ভারত। তবে বিশ্বকাপ জেতার পর থেকে বার্বাডোজে আটকা ছিল ভারতীয় ক্রিকেট দল। ঘূর্ণিঝড় বেরিলের কারণে হোটেল বন্দি ছিলেন রোহিত-কোহলিরা।
বিশ্বকাপ জয়ী দলকে দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। অবশেষে সেই বিমানে দীর্ঘ ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে দিল্লি পৌঁছেছে ভারত ক্রিকেট দল।
দিল্লিতে পৌঁছেই দল হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় হাজার দর্শক জড়ো হয় বিমানবন্দরে তাদের পছন্দের ক্রিকেটারদের দেখার জন্য। হোটেলে গিয়ে রোহিতরা কেক কাটবেন। এরপর রয়েছে নানা আয়োজন। বার্বাডোজে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত।
তবে বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন জাদেজা, কোহলি ও রোহিত। ২০০৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।