শুরু হচ্ছে কোপা আমেরিকার ডু আর ডাই শিরোপার লড়াই। জিতলে সেমিফাইনাল আর হারলেই বিদায়। বাঁচা-মরার এমন কঠিন সমীকরণের আগে কিছুটা দুশ্চিন্তায় আর্জেন্টিনা। দলের সেরা তারকাকে নিয়ে ভাবনায় পড়েছে দলটির কোচ লিওনেল স্কালোনি। তাই কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ের আগে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। আসরে এবারও শিরোপার ধরে রাখার মিশনে বাঁচা মরার লড়াইয়ের আগে দলের সেরা তারকা লিওনেল মেসি এখনও অনিশ্চিত!
চোটের কারণে বিশ্রামের পর অনুশীলনে ফিরলেও কোয়ার্টার-ফাইনালে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, ইকুয়েডরের বিপক্ষে এখনও অধিনায়কের খেলা অনিশ্চিত।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে শিরোপাধারী আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে মেসির চোট পরিস্থিতি সম্পর্কে জানান এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ডাগআউটে ফেরা স্কালোনি।
তিনি বলেন,‘ আমরা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব এবং এরপর একটি সিদ্ধান্ত নেব। আরও একটি দিন সবসময়ই ভালো। আমরা যেমন প্রতিক্রিয়া দেখব এর ভিত্তিতে সিদ্ধান্ত নেব।
চিলির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলার সময় ডান ঊরুতে চোট পান মেসি। এরপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন তিনি, খেলেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে।
কোপা আমেরিকায় রেকর্ড ষোড়শ শিরোপার লক্ষ্য নিয়ে খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে তাদের প্রথম বাধা একুয়েডর। যারা মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে এই পর্বে এসেছে। তাদের নিয়ে সাবধানী স্কালোনি।
অধিনায়ক লিওনেল মেসি না থাকলে শুরুর একাদশে থাকছেন আনহেল দি মারিয়া। তবে সেন্টার স্ট্রাইকার হিসেবে কিছুটা দ্বিধায় আছেন স্কালোনি। সবশেষ ম্যাচেও গোল পেয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা লাউতারো মার্তিনেজ। তিনি ভাবছেন হুলিয়ান আলভারেজকে নিয়েও।
রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ থাকতে পারেন প্রথম একাদশে। ফুলব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকোকে পছন্দ স্কালোনির।
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়েন্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার; আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
কোচ: লিওনেল স্কালোনি।