সবাইকে চমকে দিয়ে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লেতে ভারতকে আটকে রাখে আজকেও। তবে এরপরে অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তান্ডবে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত।
হারারেতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে ভারত। আর দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন অভিষেক শর্মা।
আজকেও ভারতকে চেপে ধরেছিলো জিম্বাবুয়ে। শুরুতেই ফেরায় শুবমান গিলকে। অধিনায়ককে হারিয়ে ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৬।
এরপর রীতিমতো ঝড় তোলেন অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। ৩৩ বলে ব্যক্তিগত ফিফটি করেন অভিষেক। আর সেঞ্চুরি করেন ৪৬ বলে। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক, মাত্র দ্বিতীয় ম্যাচেই।
১০০ করেই সাজঘরে ফিরেন তিনি। তবে উইকেটে নেমেই আক্রমণাত্মক খেলেছেন রিংকু সিং। অপরাজিত ছিলেন ২২ বলে ৪৮ রান করে। সাথে ৪৭ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন রুতুরাজ।