গত ওয়ানডে বিশ্বকাপের মাঝেই চূড়ান্ত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরের আট দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।
এবার জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে ওই প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে। টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে দেখা যায় আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।
আগামী ২০ ফেব্রুয়ারি লাহোরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। সেখান থেকে সেরা দুটি দল খেলবে ফাইনালে। আর লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির।
সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেবার ভারতকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে তারা।
টেলিগ্রাফে প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি : ১৯ ফেব্রুয়ারি,পাকিস্তান বনাম নিউজিল্যান্ড,করাচি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত লাহোরে। ২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি। ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড লাহোর।
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ভারত লাহোর। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি। ২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর। ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি । ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাহোর । ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি । ১ মার্চ পাকিস্তান বনাম ভারত লাহোর। ২ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড রাওয়ালপিন্ডি। ৫ মার্চ প্রথম সেমিফাইনাল করাচি। ৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাওয়ালপিন্ডি। ৯ মার্চ ফাইনাল লাহোর।