পায়ের চোটের কারণে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না হয়েই খেলেছিলেন মেসি। কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে হয়েছে মেসিকে।
এবার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হওয়ার আগে এখন বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা। অবশ্য আর্জেন্টিনা তারকার চোট শঙ্কা উড়িয়ে দিলেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) এখন ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।’
আগামীকাল (বুধবার) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-কানাডা মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।