চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে তা গড়ায় কোয়ার্টার ফাইনালে। পরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত দুটি সেভে ভর করে সেমিফাইনালে উঠে টুর্নামেন্টটির বর্তমান শিরোপাধারীরা।
কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর সেই ম্যাচটি এবার নতুন টেলিভিশন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রে। বার্তা সম্প্রচার সংস্থা ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসিদের সেই ম্যাচ টেলিভিশনে দেখেছেন রেকর্ড ১৮ লাখ ৭০ হাজার দর্শক। ম্যাচে যুক্তরাষ্ট্র না থাকার পরেও এটিই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল দেখার মার্কিন রেকর্ড।
২০২১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের গড়ের চেয়ে ৪৮২ শতাংশ বেশি মানুষ টেলিভিশনে দেখেছেন আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার ম্যাচটি। এবারে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি টেলিভিশনে দেখেছেন ২০১৬ সালের কোয়ার্টার ফাইনালের চেয়ে ৫৭ শতাংশ বেশি মানুষ।