ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটাই ক্যারিয়ারের শেষ টেস্ট কিংবদন্তী পেসার জেমস অ্যান্ডারসনের। ইংলিশ এই পেসার নিজের বর্ণিল ক্যারিয়ারটা ৭০৪ উইকেট নিয়ে শেষ করেছেন।
অ্যান্ডারসনহীন ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে আগামী ৮ জুলাই। ট্রেন্টব্রিজের সেই টেস্টে দীর্ঘদিনের দুই সতীর্থ জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ছাড়া নতুন যুগ শুরু করবে ইংলিশ পেস অ্যাটাক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনের বদলি হিসেবে খেলবেন পেসার মার্ক উড।
ইংল্যান্ড স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড।