দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফগানিস্তানের ক্রিকেটার ইহসানউল্লাহ জানাত। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দেশের একটি ঘরোয়া লিগে ‘দুর্নীতিমূলক কার্যকলাপের’ কথা স্বীকার করেছেন তিনি। বিবৃতিতে এবিসি জানায়,‘কাবুল প্রিমিয়ার লিগ ২০২৪-এর দ্বিতীয় সংস্করণে এসিবি এবং আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের কারণে জানাতকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জানাত অভিযোগ স্বীকার করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
উল্লেখ্য’ ২৬ বছর বয়সী জানাত সাবেক আফগান অধিনায়ক এবং নির্বাচক নওরোজ মঙ্গলের ছোট ভাই। জাতীয় দলের জার্সিতে অন্যতম প্রতিভাবান এই খেলোয়াড় এখন পর্যন্ত তিনটি টেস্ট, ১৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।