পর্তুগালের ডিফেন্ডার পেপে সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন। ৪১ বছর বয়সী এই ফুটবলার বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি সর্বশেষ খেলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই পেপের ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল রোনালদোর পর্তুগাল। এবারের ইউরোয় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
রোনালদোর দেশ পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। দেশের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো। ক্লাব ফুটবলে ক্যারিয়ারের সোনালি সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। দীর্ঘ ১০ মৌসুম মাদ্রিদের ক্লাবটিতে কাটিয়ে জিতেছেন তিনটি লা লিগার শিরোপা। এছাড়া তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন দুবার।