টপ অর্ডারের তিন হাফসেঞ্চুরিতে ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই হারালো বাংলাদেশ। বৃহস্পতিবার দলীয় অনুশীলনে ফুটবল খেলার সময় ইনজুরিতে পড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার এক বলে ২৬৩ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে ৪৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
মূলত ওপেনিং জুটির কল্যাণেই গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জয়টা সহজ হয়ে যায়। জুনিয়র তামিমখ্যাত তানজিদ হাসান ও লিটন দাসের ১৩১ রানের ওপেনিং জুটিতে আগ্রাসী লিটন ৬১ রান তুলে নেন ৫৬ বল থেকে। তানজিদও কম যান না। ৮৮ বলে তার ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিলো ১০ বাউন্ডারি ও দুই ছক্কায়। লিটনও সমান দশ বাউন্ডারি হাকিয়েছেন। অবশ্য কোন ওভার বাউন্ডারি ছিলো না সেখানে।
লিটন দাস ৬১ রান করে আউট হওয়ার পর দলের হাল ধরেন তিনে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮৩ রানে তানজিদ হাসান বিদায় নিলে উইকেটে নেমে শূন্য রানেই ফিরে যান তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত মিরাজের অপরাজিত ৬৭ এবং মুশফিকের অপরাজিত ৩৫ রানের উপর ভর করে সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় বাংলাদেশ।
এর আগে দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। পাথুম নিশানকার ৬৮ রান ও ধনঞ্জয়া ডি সিলভার ৫৫ রানের উপর ভর করে বাংলাদেশকে ২৬৪ রানের টার্গেট দেয় লঙ্কানরা। এদিন বাংলাদেশের সেরা বোলার ছিলেন মাহাদী হাসান। ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়াও তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
আগামী ২ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে।