সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং অবসরের পর গত কয়েক বছর ধরে আইপিএলে নিয়মিত কোচের ভুমিকায়। এর পাশা পাশি টিভি ধারাভাষ্য দেন বিভিন্ন সিরিজে। এরই মাঝে ইংল্যান্ডের সাদা বলের কোচের প্রস্তাব পেয়েছেন তিনি!
একই সাথে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার নামও আলোচনায়। তবে পন্টি জানালেন কোন আন্তর্জাতিক দলকে কোচিং করাতে চান না তিনি। তিনি বলেন,‘আমি এটা চিন্তাতেই আনব না (ইংল্যান্ডের কোচের পদ)। প্রকাশ্যেই বলছি এখন আমার জীবন যেভাবে চলছে আন্তর্জাতিক চাকরি আমার জন্য না। কারণ আন্তর্জাতিক কোচিংয়ে অনেক বেশি সময় দিতে হয়।’
এছাড়া এই কিংবদন্দি বলেন,‘আমার আরও কিছু প্রতিশ্রুতি আছে, টিভিতে কাজ করি। সেগুলোর ভারসাম্য রাখতে হবে। এর বাইরে পরিবারকে সময় দিতে চায়, যা গত কয়েক বছরে পারিনি। এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















