দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সফরে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্টে। এরপর ভারতের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট নেয় ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে। গুঞ্জন উঠেছে টাইগারদের বিপক্ষে সাদা পোশাকে থাকছেন না ভারতের বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার।
সেই তালিকায় আছেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজে বিশ্রামে থাকবেন বুমরাহ, কোহলি, রোহিতরা।