ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এর একদিন পর সদস্যদের মধ্যে বণ্টন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নতুন এই ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। কানাডা লিগ শেষ করে আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন উপদেষ্টার কাছে চাওয়া পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইবো ইনশাআল্লাহ৷’
পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই স্কোয়াডে আছেন শরিফুল ইসলাম। ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলতে সোমবার দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে শান্ত-লিটনরা।