আর সপ্তাহখানেক বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। ইতিমধ্যেই স্বাগতিক দেশে গিয়ে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল। দুই দলের স্কোয়াডও ঘোষণা হয়েছে বেশ আগেই। যেখানে নিজেদের স্কোয়াডে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছে পাকিস্তান। এনিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের নতুন কোচ জেসন গিলেস্পি।
তবে তাঁদের দলে একজন নয়, বরং দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে বলে দাবি করেছেন এই পাক কোচ। গিলেস্পি বলেন, ‘আপনি দলের যেকোনো বিভাগেই নজর দিতে পারেন। কিন্তু আমার মতে আমাদের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। সালমান আলি আগা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমি যতটুকু দেখেছি অফ-স্পিনে তার যথেষ্ট সামর্থ্য আছে। আবরার নিঃসন্দেহে নিজের ক্যারিয়ারের শুরুর পর্যায়েও দারুণ একজন তরুণ বোলার।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের অনেক সিম (পেসার) বোলিং এবং স্পিন বোলিং বিকল্প হাতে আছে। এর সঙ্গে ব্যাটিংও সবদিক দিয়ে পরিপূর্ণ। আমার বিশ্বাস আমরা সব বিভাগেই সামর্থ্যবান। তাই পাকিস্তানের টেস্ট দলের জন্য এটি খুবই রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে।’