বিশ্বকাপে ব্যর্থতা ভুলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই শক্তিশালী একাদশ ঘোষণা করেছে দলটি। ক্যাপ্টেন শান মাসুদের একাদশে বাবর-রিজওয়ান থাকলে, একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দলটি।
সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে মাঠে নামছে শান মাসুদের পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১১টায়। চমক দিয়ে ম্যাচের আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য পেসনির্ভর একাদশ সাজাবে পাকিস্তান, একরকম নিশ্চিতই ছিল। প্রথম টেস্টের একাদশে চার পেসার রেখেছে তারা। লম্বা সময় পর সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।
এই ম্যাচের জন্য শুরুতে দলে স্রেফ একজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছিল পাকিস্তান। সেই লেগ স্পিনার আবরার আহমেদকেও গত শনিবার ছেড়ে দেয় দলটি। তাতে পেসার দিয়ে বোলিং আক্রমণ সাজানোর বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
তখন পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, সালমান আলি আঘাকে দিয়ে স্পিনের কাজ চালাবেন তারা। পাকিস্তান একাদশে বিশেষজ্ঞ চার পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শাহজাদ ও আলি।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শাফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি।