পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ দিনের বাকি সময়ে ৪৮ ওভারের খেলা হবে। মাঝে চা বিরতি দেওয়া হবে বিকেল ৫.২০ মিনিটে। এরপর ৫.৪০ মিনিটে শুরু হবে শেষ সেশনের খেলা, যা চলবে ৭টা পর্যন্ত।
তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, হাসান মাহমুদের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা। এদিকে চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।