কাজটা বেশ কঠিনই ছিলো বটে। ১১৩ ওভার ফিল্ডিং করার পরেও সেই কঠিন কাজটাই সহজ বানিয়েছেন বাংলাদেশের উদ্বোধনী জুটি। বেশ ভালোভাবেই রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ১২ ওভারে বাংলাদেশের জন্য তুলেছেন ২৭ রান।
এর আগে ৪৪৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ।
দুই চারে সাদমান ইসলাম ৩০ বলে ১২* আর জাকির হাসান এক চারে ৪২ বলে ১১* রান করে অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটাও উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রথম দিন অপরাজিত থেকে শেষ করা ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
তাঁদের ব্যাটে ভর করে প্রথম সেশনে ৯৮ রান তুলে পাকিস্তান। আর দ্বিতীয় সেশনে ১১১ করা পাকিস্তানের বিপরীতে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি এই দুই ব্যাটারের জুটি ভেঙে ফেলা।
মেহেদী হাসান মিরাজের বলে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।
নিজের ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান সাকিব আল হাসান। ৬ বলে ১৯ রান করে ফিরেন সালমান।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। ২৩৯ বলে ১৭১ রান করে মাঠ ছাড়েন তিনি। আর শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে।