আর চারদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। কে যাবে সেমিফাইনালে, কে হবে চ্যাম্পিয়ন এই নিয়ে ক্রিকেট তারকারা অনেক অনেক মন্তব্য করেছেন। এবার দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়াটসনও বিশ্বকাপে নিজের ফেবারিট দলের নাম জানিয়েছেন। শুধু তাই না, দুজনের ভবিষ্যদ্বাণীতেও বেশি মিল আছে।
শ্রীলঙ্কার সাবেক স্পিনার ও অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের মতে এবারের বিশ্বকাপে ৩ সেমিফাইনালিস্ট একই। স্বাগতিক ভারত, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর ওয়াটসন শেষ চারের শেষ দল হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানকে। স্টার স্পোর্টসের সাথে এক আলাপচারিতায় একথা বলেছেন তিনি। খুব স্বাভাবিকভাবে নিজের দেশকে রেখেছেন সবার ওপরে, ভারত যেহেতু স্বাগতিক দেশ সেই হিসেবে ভারত আছে দুই নাম্বারে। সেই সাথে ইংল্যান্ডেরও বিশ্বকাপ ধরে রাখার অনেক সম্ভাবনা দেখছেন ওয়াটসন।
এদিকে মুরালিধরন চতুর্থ কোন দলের নাম বলেনি। এমনকি নিজ দেশ শ্রীলঙ্কার নামও তিনি একবারও বলেননি। এই স্থান তিনি বাকি সাতদলের জন্যই উন্মুক্ত রেখেছেন।