টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাস খুব একটা সমৃদ্ধ না হলেও চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের নতুন করে চিনিয়েছেন মুশফিক-মিরাজ-লিটনরা। দ্বিতীয় টেস্টেও একই পথে হাটছে হাসান-রানা-তাসকিনদের বাংলাদেশ।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ব্যাটারদের ধরাশায়ী করেছে তাঁরা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস লিখতে জাকির-সাদমান-মুমিনুলদের লক্ষ্য ১৮৫ রান।
আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭২ রান তোলে পাকিস্তান। ১২ রানের লিডসহ পাকিস্তানের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৪ । যার মানে ১৮৫ রান করলেই ইতিহাস গড়বে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন পেসার হাসান মাহমুদ। আর ৪ উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছেন গতি তারকা নাহিদ রানা।