বেশ কিছু দিন ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সবশেষ পাকিস্তান সিরিজে ব্যাটিংয়ে ফ্লপ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। চলতি কাউন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। তবে সাকিবের ধারাবাহিক ব্যর্থতার পরও চিন্তিত নন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার ও বিসিবির এই নির্বাচকের মতে, সাকিবের ফর্মে ফেরা মাত্র এক ইনিংসের ব্যাপার। ভারতের সফরের আগে সাকিব প্রসঙ্গে হান্নান বলেন, ‘ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার।’
এছাড়া হান্নান মনে করেন ,‘সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই, চার, পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার। ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার।’