ফিফা অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর চলছে কলম্বিয়া। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। তবে একই দিনে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
শুক্রবার ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে আসরে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের নারীরা। তবে ব্রাজিলের জয়ের দিনে আসর থেকে ছিটকে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর এই ম্যাচে জার্মানির কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল। সোমবার কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচঅনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















