চমক দেখিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড গড়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটারকে নিয়ে তাই মহা দুশ্চিন্তায় পরেছে ভারত। বাংলাদেশ-ভারত সিরিজ সামনে রেখে এবার বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মারা।
ম্যাচের আগে সাধারণত কাল্পনিক পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেন ক্রিকেটাররা। এবার নাহিদ রানাকে সামলাতে চেষ্টার কমতি রাখছে না স্বাগতিকরা। ধারণা করা হচ্ছে চেন্নাইয়ের উইকেট এবার হতে পারে পেসবান্ধব। যেখানে ভারতীয় পেসারদের পাশাপাশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাংলাদেশের নাহিদও। তাইতো নাহিদকে মোকাবিলায় আনা হয়েছে পাঞ্জাবের পেসার গুরনুরকে। যার উচ্চতা প্রায় নাহিদের সমান।
এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ম্যাচ খেলেছেন গুরনুর। গত বছর আইপিএলের দল পাঞ্জাব কিংসেও ছিলেন। মূলত ৬ ফুট ৪.৫ ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে চার দিনের ক্যাম্পে ডাকা হয়েছে।