চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম দিনে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের তরুণ এই পেসারে ধুকছে ভারত! বল হাতে একাই ভারতের চার উইকেট শিকার করেছেন হাসান। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির পর ঋষভ পন্তকে বিদায় করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভারে ১০৩/৪।
সবশেষে পন্তফিরিয়ে জুটি ভাঙেন হাসান। প্রথম সেশনে ভারতকে কাঁপিয়ে দেওয়া হাসান মাহমুদের হাত ধরে এসেছে আরেকটি সাফল্য। মধ্যাহ্ন-বিরতির পরপরই ভাঙল ভারতের চতুর্থ উইকেট জুটি। দ্রুত এগুনো ঋষভ পন্তকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হাসান।
অফ স্টাম্পের বাইরের বলে আলস্যে ভরা কাট শটে গড়বড় করে বিপদ ডেকে আনেন পন্ত। ব্যাটের কানা ছুঁয়ে আসা বল গ্লাভসে জমিয়েই উৎসবে মাতেন উইকেটরক্ষক লিটন দাস। এর মধ্য দিয়ে ভাঙে ৯৯ বলে স্থায়ী পন্ত ও জয়সওয়ালের ৬২ রানের জুটি। ৫২ বলে ছয় চারে ৩৯ রান করেন ভারতের কিপার-ব্যাটসম্যান পন্ত।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ ও ভারত। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ফিল্ডিং বেছে নেয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, উইকেটের ময়েশ্চার দেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কোচের আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই বাংলাদেশ সাফল্য এনে দেন ২৪ বছর বয়সি পেসার হাসান মাহমুদ।