বর্ণবাদের জন্য ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা) জরিমানা করা হয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্সকে। দলটির ক্রিকেটাররা ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে পদ্ধতিগতভাবে বর্ণবাদী ভাষা ব্যবহার ও আচরণ করেছেন—এমন অভিযোগ স্বীকার করার পর তাদের এই জরিমানা গুনতে হচ্ছে।
ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) এসেক্সকে এসব কারণে ১ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে ৫০ হাজার পাউন্ড (৭৯ লাখ টাকা) জরিমানার আদেশের পর দুই বছরের জন্য স্থগিত থাকবে।
এ দুই বছরের মধ্যে যদি এসেক্সে আবারও কোনো বর্ণবাদী ঘটনা সংঘটিত হয়, তাহলে তাদের এই ৫০ হাজার পাউন্ড স্থগিত জরিমানা দিতে হবে।