চেন্নাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর নিজেদের ব্যাটিং ইনিংয়ে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে পোর হাসান মাহমুদ টানা দ্বিতীয় বারের মতো ৫ উইকেট নেন আর তাসকিনের শিকার ৩। একটি করে উইকেট নেন নাহিদ রানা ও মিরাজ।
কিন্তু এরপর ব্যাটিংয়ে নেমে রিতিমতো হতাশ করেছে বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলে টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি খেলেন সাকিব আল হাসান। এমন বাজে ব্যাটিং নিয়ে সমালোচনা প্রাপ্য ব্যাটাররা। দ্বিতীয় দিনের শেষ দিকে ৮১ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
দিনের খেলা শেষে পেসার তাসকিন বলেন, ‘আমরা প্রথম দিকে স্ট্রাগল করছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। আমরা ব্যাটাররাও সেটা এগ্রি করেছি…। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং…। আমরা যদি নতুন বলটা আরেকটু ভালো খেলতে পারতাম, তাহলে মনে হয় আমাদের এতগুলা উইকেট যেত না। কারণ মিডলঅর্ডার বা লোয়ারঅর্ডাররা এসে যখন নিউ বল খেলে তখন ডেফিনেটলি ওদের জন্য চ্যালেঞ্জিং। ওভারঅলই এজ অ্যা টিম আমরা ব্যাটিংয়ে একটু খারাপ করে ফেলেছি।’
পেসারদের একটু প্রশংসা করে তাসকিন বলেন,‘ওয়েদারের কন্ডিশনটা একটু টাফ, পেস বোলারদের জন্য। কারণ বেশ গরম, চ্যালেঞ্জিংও। কিন্তু আসলে উইকেটে একটু ক্যারি আছে, মুভমেন্ট আছে। ভালো জায়গায় বল করতে পারলে, আপনি আপনার স্কিল শো করতে পারলে সুযোগ তৈরি হয়। যেটা আমাদেরে ফাস্ট বোলাররা করছে, ওরাও করছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















