ভারত সফরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে বিশাল লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। শনিবার টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। ফলে দ্বিতীয় ইনিংসের ২৮৭ মিলে চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১৫ রানে টার্গেট দিয়েছে স্বাগতিকরা। অবিশ্বাস্য হলেও সত্যি। এই টেস্টে ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। যা প্রায় অসম্ভব।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল ও ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪
জিততে বাংলাদেশকে করতে হবে ৫১৫