তৃতীয় দিন শেষেই চেন্নাই টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। ৩৫৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করা বাংলাদেশ দলের হাতে ছয় উইকেট। তবে সেসব বিষয় বাদ দিয়ে ইতিবাচক খেলার দিকেই মনোযোগ নাজমুল হোসেন শান্ত বাহিনীর।
এই টেস্ট জিততে বাংলাদেশকে বাকি ৬ উইকেটে ৩৫৭ রান তুলতে হবে। আর ড্র করতে চাইলে অলআউট না হয়ে বাকি দুই দিন পার করতে হবে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সত্যিই কঠিন। কেননা ড্র’র লক্ষ্য নিয়ে দুই দিন ব্যাটিং করা অসম্ভব কঠিন এক কাজ।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১৫৮ রান। আশার কথা সাকিব আল হাসান ৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিক ভারত। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। দুই দলের প্রথম ইনিংস শেষে ভারত এরপর ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ভারত। ৫১৫ রান তাড়ায় ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।