জয়াসুরিয়ার বিষাক্ত স্পিনে গল টেস্টে শ্রীলঙ্কার বড় জয়। জিততে শেষ দিনে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬৮ রান। কিন্তু না! সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়াসুরিয়ারর বিষাক্ত স্পিনে উইকেটে মাত্র ১৬ মিনিট টিকেছিল কিউইরা। এই সময়ে মোকাবেল করেছে তারা ২২ বল খেলে মাত্র ৪ রান তুলতেই শেষ!
ফলে তাতে ৬৩ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। গলে টস জিতে ব্যাটিংয়ে নামে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা করে ৩০৫ রান।
জবাবে তিন ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এজাজ প্যাটেলের ৬ উইকেটে লঙ্কানরা ৩০৯ রানে অলআউট হলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড গুঁড়িয়ে গেছে ২১১ রানে।