অবশেষে বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
তবে ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এর আগে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকার চার সদস্যের পর্যবেক্ষক দল। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।