প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সমালোচনায় পড়েছিলো ভারতীয় নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো হারমানপ্রিত কাউরের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে, ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই ১০৮ রান তুলে নেয় ভারত।