ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন। ভারতের মাটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ গড়াবে। বিশ্বকাপের আগে শেষ ওয়ার্ম আপ ম্যাচে ভারত আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই সাথে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের ম্যাচ রয়েছে আজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ম্যাচের টস হলেও একটি বলও মাঠে গড়ায়নি। তাই আজ নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সেরাটা দেখাতে প্রস্তুত দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরাজয় হয়েছে। আর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় বাংলাদেশ। তাই আজ ম্যাচ জিততে বেশ প্রস্তুতি নিয়েই মাঠে নামছে দাসুন শানাকার দল। আর দক্ষিণ আফ্রিকার সাথে আফগানিস্তানের এর আগের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।