সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন জো রুট। শ্রীলঙ্কা সিরিজে জোড়া সেঞ্চুরি করে স্যার অ্যালেস্টার কুককে পেছনে ফেলেন। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে কুকের আরও একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল রুটকে।
ইংলিশদের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার জন্য রুটের দরকার ছিল ৭১ রান। অবশেষে সেই রেকর্ড নিজের দখলে নেয়ার পাশাপাশি একটা বিশ্বরেকর্ডও গড়েছেন রুট।
মুলতানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। তার দুর্দান্ত ইনিংসে ভর করে পাকিস্তানের করা ৫৫৬ রানের দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ড। রুটের সঙ্গে ব্যাট করছেন হ্যারি ব্রুক। তিনিই ধীরে ধীরে শতকের পথেই হাঁটছেন।
এটি রুটের ক্যারিয়ারের ৩৫তম শতক। তাতে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি ইউনিস খানকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন ষষ্ঠ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রুট। শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে ছুঁতে আরও ১৬টি শতক দরকার তার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের খেলা চলছে। পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ডের সংগ্রহ ৭৫.২ ওভারে তিন উইকেটে ৩৭২। হ্যারি বুক ৭৫ ও রুট ১২৬ রানে অপরাজিত আছেন।