ফ্রান্স জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে না থাকা এবং নৈশক্লাবে সময় কাটানো নিয়ে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিতর্ক তুঙ্গে। চোটের কারণে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম তাকে নেশন্স লীগে ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে স্কোয়াডে রাখেননি। তবে একই সময়ে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে খেলার কারণে এমবাপ্পের জাতীয় দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন ওঠে।
এর মধ্যে সুইডিশ সংবাদমাধ্যমে খবর আসে, ইসরাইলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ চলাকালে এমবাপ্পেকে সুইডেনের এক নৈশক্লাবে দেখা গেছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে তার প্রতি সমালোচনা আরও বেড়ে যায়। অনেকেই মনে করেন, এমবাপ্পে এখন থেকে বেছে বেছে ফ্রান্সের হয়ে খেলবেন।
তবে এই বিতর্কে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থরা। ফরাসি ডিফেন্ডার ভেসলে ফোফানা বলেছেন, এমবাপ্পের মাঠের বাইরের কর্মকাণ্ড তাদের দলে কোনো প্রভাব ফেলেনি। ফোফানা বলেন, ‘ফাঁকা সময়টায় যার যা ইচ্ছা, করতেই পারে লোকে। এই ব্যাপার নিয়ে আমাদের দলে কোনো কথাই হয়নি।’
তিনি আরও বলেন, ‘এমবাপ্পে ফ্রান্সের সেরা ফুটবলার, তাকে নিয়ে প্রচার বেশি হবে। তবে সংবাদমাধ্যম অনেক সময় ব্যাপারটাকে অতিরঞ্জিত করে। কিলিয়ান খুব পেশাদার এবং আমরা তার ওপর আস্থা রাখি।’
মিডফিল্ডার মাতেও গেন্দুজি বলেছেন, ‘কিলিয়ানকে নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই, তার নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। সে ছুটিতে আছে, নিজের মতো সময় কাটাতেই পারে।’ তিনি সংবাদমাধ্যমকে এসব আলোচনা বন্ধ করার আহ্বান জানান।
সতীর্থদের মতে, মাঠে এবং মাঠের বাইরে এমবাপ্পের প্রভাব অপরিবর্তিত রয়েছে এবং দলের প্রতি তার নিবেদন অটুট।