প্রথম টেনিস তারকা হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়লেন বেলারুশের তারকা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা এবার চীনের প্রতিপক্ষকে হারিয়ে উহান ওপেন জিতলেন।
রোববার নিজেদের মাঠে ফেভারিট হিসেবে ফাইনালে নেমেছিলেন চিংওয়ান। কিন্তু রোমাঞ্চকর ম্যাচের প্রথম সেটে পাত্তাই পাননি তিনি। ফলে মাত্র ৩৮ মিনিটে জিতে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। তবে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও লড়াই করতে পারেনি চিংওয়ান।
ফলে ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে ম্যাচ জিতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়েন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা।
তাতে টুর্নামেন্টের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও নিজের করে নিলেন তিনি, ছাড়িয়ে গেলেন দুইবার জেতা চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে।