নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে ৪ বছরের জন্য নিষিদ্ধ হন ফরাসি ফুটবলার পগবা। ফলে ৩১ বছর বয়সী পগবার ফুটবল ক্যারিয়ারও শেষ দেখছেন অনেকে। কিন্তু না! নিষেধাজ্ঞা কাটিয়ে জুভেন্টাসের হয়েই মাঠে ফিরতে চান পল পগবা।
আর তার জন্য প্রয়োজনে বেতন কমাতেও রাজি এই ফরাসি ফুটবলার। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় নিজেকে নির্দোষ দাবি করে এমনটাই জানান তিনি।
নিজের ইচ্ছার কথা পগবা বলেন,‘জুভেন্টাসের হয়ে আমি খেলতে চাই। তার জন্য আমি টাকা ছাড়তেও রাজি আছি। এই ক্লাবের হয়েই আমি ফিরতে চাই। তিনি ২০২২ সাল থেকে খেলছিলেন জুভেন্টাসের হয়ে। আর ক্লাবটির সঙ্গে তাঁর ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে।
এছাড়া তিনি বলেন,‘আমি এমন একজন, যে খেলাটিকে ভালোবাসে। আমি কখনো প্রতারণা করতে পারি না। আমি ন্যায্যভাবে জিততে পছন্দ করি। আমি পরাজিত কিন্তু প্রতারক নই।’