সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। আসরে অংশ নেবে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ। আর নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ দিয়ে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে শিরোপার লড়াই।
পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে ভারতকে ফেভারিট ধরা হচ্ছে। গ্রুপ এ-তে এবং পুরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুই বছর আগে ভারত ও নেপালকে হারিয়ে তাদের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।
২০১০ সালে চ্যাম্পিয়নশিপের সূচনা হওয়ার পর থেকে বাংলাদেশ শুধুমাত্র ২০১২ আসরে নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ হয়।