বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন ঝড় তুলেছেন, বল হাতে তেমন ধ্বংস করেছেন প্রতিপক্ষকে। দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন বিশ্বের সর্বোচ্চ মঞ্চে। আজ সেই সাকিবই নিজের দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারলেন না! সারা জীবনের অর্জন আর ত্যাগের বিনিময়ে দেশের মানুষকে ভালোবাসা দিয়ে গেছেন সাকিব, অথচ জীবনের শেষ টেস্টটা খেলার স্বপ্নটা ভেঙে চুরমার হলো এক মুহূর্তেই।
ভারতে কানপুর টেস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন—দেশে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলবেন এবং সেখানেই তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। দেশের লাখো ভক্ত-অনুরাগী অপেক্ষায় ছিল, প্রিয় মাঠে সাকিবকে শেষবারের মতো সাদা পোশাকে দেখার। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গেল। নিরাপত্তার শঙ্কায় তাকে জানানো হলো, দেশে ফেরার অনুমতি নেই।
মিরপুরের সেই মাঠ, সেই গ্যালারিতে হয়তো সেদিন তার নাম ধরে চিৎকার করবে ভক্তরা, কিন্তু সাকিব থাকবেন না। তিনি যে আসতে পারেননি, তার শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি। দেশের জন্য এতকিছু করেও, নিজের দেশের মাঠে শেষবারের মতো বিদায়ী অভিবাদন নিতে পারলেন না— কোটি ভক্তের অপেক্ষার প্রহর থমকে গেল, আর সাকিবের স্বপ্নগুলোও যেন ভেঙে গেল এক নিমেষেই।
দুবাই এয়ারপোর্টে বসে হয়তো সাকিবের মনের ভেতর ঝড় বইছে। যে মাটিতে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাটিয়েছেন, সেই মাটিতে আজ পা রাখতে পারছেন না। চোখের সামনে ভেসে উঠছে মিরপুরের সবুজ মাঠ, গ্যালারির গর্জন, জাতীয় পতাকা উড়ানো ভক্তদের মুখ। কিন্তু সেই মাঠে তিনি নেই, সেখানে তার সাদা পোশাকের বিদায়ী টেস্ট খেলার কোনো সুযোগ নেই।
এই টেস্টটা সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট নয়, এ ছিল তার জীবনের শেষ আবেগময় অধ্যায়। আর সেই অধ্যায়টাই লেখা হলো না তার নিজের মাটিতে। সাকিব হয়তো দেশের জন্য আরও অনেক কিছু করবেন, কিন্তু এই আক্ষেপ তার হৃদয়ের গভীরে থেকে যাবে চিরকাল—মাটির কাছে ফিরে বিদায় নেওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না!