১৪ বছর আগের কথা। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে চলছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমবারের মত বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নটা প্রায় সত্যি হয়েই যাচ্ছিল নিউজিল্যান্ডের মেয়েদের। মাত্র তিন রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাঁদতে হয় নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইনদের।
ওই সময় টিভিতে ফাইনাল দেখছিলেন ১০ বছর বয়সি কিশোরী অ্যামেলিয়া কের। চোখে পানি ছিল তাঁরও। পণ করেছিলেন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলবেন এবং জয় করবেন ট্রফি। এটা শুধু সংকল্প নয়। স্কুলে রচনায় লিখেছিলেন এই স্বপ্নের কথা। রচনায় লিখেছিলেন- সোফি ডিভাইন ও সুজি বেটসের সাথে বিশ্বকাপ জয় করবেন তিনি, সেভাবেই এগিয়ে যেতে চান।
সম্ভবত লেখা হয়ে গেছে তখনই। সেই অ্যামেলিয়া কের এর বয়স এখন ২৪ বছর। গত রোববার হওয়া ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে নিউজিল্যান্ড। ফাইনালে সাউথ আফ্রিকাকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন অলরাউন্ডার অ্যামেলিয়া কের। ব্যাটিংয়ে ৪৩ রান করার পর বল হাতে নিয়েছেন তিন উইকেট। এই চ্যাম্পিয়ন দলে ছিলেন ২০১০ এ হেরে যাওয়া সুজি বেটস ও সোফি ডিভাইনও। সোফি ডিভাইন এখন দলের অধিনায়ক। যিনি তুলে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। অ্যামেলিয়া কের হয়েছেন টুর্নামেন্ট সেরা। ১৩৫ রান করার পাশাপাশি নিয়েছেন সর্বোচ্চ ১৫ উইকেট।
দলের এমন জয়ে অ্যামেলিয়া কের অন্যরকম খুশি। নিজের আদর্শের ক্রিকেটারদের সাথে খেলতে পেরেছেন তিনি। শুধু তাই নয়, তাঁদের মুখেই হাসি এনে দিয়েছেন কের। এমন কাণ্ডে মুগ্ধ হয়েছেন অধিনায়ক সোফি ডিভাইনও। নতুনরাই পুরো আসর জুড়ে দারুণ খেলেছে। নতুনদের কাছ থেকে এমন সাড়ায় রীতিমত বিস্মিতও হয়েছেন তিনি।
অ্যামেলিয়া কের এর এই উপহার ভুলবেন না অভিজ্ঞ সুজি বেটস ও সোফি ডিভাইন। মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় দলে সুযোগ পেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটারের ছায়ায় এগিয়েছেন কের। বিনিময়ে এভাবে আনন্দে ভাসাবেন কেই বা জানতো! তবে কের হয়তো জানতেন। না জানলে স্কুলের রচনা প্রতিযোগিতায় ওভাবে কেউ লেখে!