অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার।
অবশেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তিনি। তবে ৩৬৯ দিন পর মাঠে ফিরে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। এদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। তার ফেরার ম্যাচে আল হিলাল স্মরণীয় ৫-৪ গোলে জিতেছে।
এদিন মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। সতীর্থ আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেয়ার সুযোগ তৈরি করেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার তা সেভ করেন।
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। ম্যাচ শেষে নিজের ফেরা নিয়ে মাঠেই নেইমার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে এসেছি, ফিরে এসেছি।’
গত বছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের এই তারকা। ক্লাবটির হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান তিনি। এদিকে নেইমারকে সৌদি প্রো লিগে এখনও নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে নেইমারকে দেখা যাবে না।