নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারছেন না। ২৪ অক্টোবর থেকে পুনেতে শুরু হতে যাওয়া এই টেস্টে উইলিয়ামসনের না খেলার মূল কারণ তার পুরনো গ্রোইন ইনজুরি। গত মাসে শ্রীলঙ্কা সফরের সময় তিনি এই চোটে আক্রান্ত হয়েছিলেন। সেই থেকে তিনি দলের সঙ্গে ভারত সফরে যেতে পারেননি এবং নিউজিল্যান্ডেই থেকে যাচ্ছেন পুরোপুরি সুস্থ হওয়ার জন্য।
নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, “আমরা কেনের ইনজুরির ওপর নজর রাখছি এবং সে সুস্থ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, তবে এখনও ১০০ শতাংশ ফিট নয়। আমরা আশা করি, কয়েক দিনের মধ্যেই তার অবস্থার আরও উন্নতি হবে এবং মুম্বাইয়ে তৃতীয় টেস্টের জন্য তাকে পাওয়া যাবে।”
প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের পরিবর্তে উইল ইয়ং ৩ নম্বরে ব্যাট করতে নেমে যথাক্রমে ৩৩ ও অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ড প্রথম টেস্টে ৮ উইকেটে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টে রাচিন রবীন্দ্র দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেন এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯* রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাট হেনরি ও উইল ও’রোরকে যথাক্রমে ৮ ও ৭ উইকেট নিয়ে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন। পুনেতে নিউজিল্যান্ড দল সোমবার সন্ধ্যায় পৌঁছেছে এবং মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে।