বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত থাকার পথে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
মিরপুর টেস্ট শুরুর আগে মুশফিকের প্রয়োজন ছিল ৩৯ রান। প্রথম ইনিংসে মাত্র ১১ রানে আউট হয়ে যাওয়ায় মাইলফলক স্পর্শ করতে তাকে অপেক্ষা করতে হয় দ্বিতীয় ইনিংস পর্যন্ত। অবশেষে ২৮ রান করতেই তিনি পৌঁছে যান সেই কাঙ্ক্ষিত ৬ হাজার রানের ঘরে। টেস্ট ক্রিকেটে ৬০০০ রান করতে মুশফিক খেলেছেন ৯৩টি টেস্ট, যেখানে তার গড় ৩৮.৪৮। তিনি করেছেন ১১টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটি।
টেস্টে ৬ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় মুশফিক ৭৪তম খেলোয়াড়। তার পরেই রয়েছেন তামিম ইকবাল, যিনি ৭০ টেস্টে করেছেন ৫১৩৪ রান। বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও তালিকায় আছেন, তিনি ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। মুমিনুল হক ৬৬ টেস্টে করেছেন ৪২৬৯ রান।
বর্তমানে মিরপুর টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান নিয়ে এখনও ১০১ রানে পিছিয়ে আছে। ক্রিজে মুশফিকের সঙ্গে মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৩৮ রানে।